তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অনুষ্ঠিত নির্বাচনে আনন্দ মোহন হালদার সভাপতি, মুকুন্দ কুমার রায় সাধারণ সম্পাদক এবং মো. মতিয়ার রহমান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। সভপতি পদে দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার (দোয়াত কলম-প্রতীক) পান ২০৮ ভোট। এ পদে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র (হরিণ-প্রতীক) পান ১৭২ ভোট, এইচএমএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী (চেয়ার-প্রতীক) পেয়েছেন ১৫৫ এবং এজেডিপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ (ছাতা-প্রতীক) পেয়েছেন ১৩৪ ভোট। পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত খলিলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুন্দ কুমার (মোমবাতি-প্রতীক) পেয়েছেন ৩৭৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফলেয়া চাঁদকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল ইসলাম (হাতপাখা-প্রতীক) পেয়েছেন ২৭২ ভোট এবং অপর প্রার্থী নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের সহকারী শিক্ষক নিশিকান্ত ব্যানার্জি (আনারস-প্রতীক) পেয়েছেন ১৯ ভোট। কোষাধ্যক্ষ পদে পুনরায় নির্বাচিত মো. মতিয়ার রহমান (দেয়াল ঘড়ি- প্রতীক) পেয়েছেন ৩৪৩ ভোট। এ পদে তার প্রতিদ্বন্দ্বী কে,এম,এস,সি কলেজিয়েটের সহকারী শিক্ষক অজয় কুমার মন্ডল (গোলাপফুল- প্রতীক) পেয়েছেন ২০৫ ভোট এবং অপর প্রার্থী মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান হোসেন (কাপপ্রিচ-প্রতীক) পেয়েছেন ১২৪ ভোট। নির্বাচনে ৬৯৬ জন ভোটারের মধ্যে ৬৭৪ জন শিক্ষক-শিক্ষিকা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ মোস্তফা কামরুজ্জামান বলেন, ৩১টি পদের মধ্যে ইতিমধ্যে ২৮ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৩টি পদে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হলো।