সাতক্ষীরা

জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন আজ, সকলের দৃষ্টি সাধারণ সম্পাদক পদের দিকে

By Daily Satkhira

October 29, 2016

মাহফিজুল ইসলাম আককাজ: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ শনিবার ২৯ অক্টোবর সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দু’টি প্যানেলে ২৭টি পদে ৫৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সকলের দৃষ্টি সাধারণ সম্পাদক পদের দিকে। জেলা অফিসার্স ক্লাবে সকাল ১০টায় ভোট গ্রহন শুরু হবে। বিরতীহিনভাবে ভোট গ্রহণ চলবে বিকাল ৩টা পর্যন্ত। একটি সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ অপরটি ক্রীড়া ও স্টেডিয়াম উন্নয়ন পরিষদ। সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ মনোনীত সহ-সভাপতি প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে আশরাফুজ্জামান আশু, মেহেদী হাসান, মুজিবর রহমান, কবীর উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক পদে এ.কে.এম আনিছুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, যুগ্ম সম্পাদক পদে আহম্মদ আলী সরদার ও শেখ আব্দুল কাদের, কোষাধ্যক্ষ পদে শাহ আলম হাসান শানু,  নির্বাহী সদস্য পদে সৈয়দ হায়দার আলী তোতা, কাজী কামরুজ্জামান কাজী, রুহুল আমিন, আ.ম আক্তারুজ্জামান মুকুল, হাবিবুর রহমান হবি, মনিরুল ইসলাম, মো.  আব্দুল মান্নান, ইকবাল কবির খান বাপ্পি, মির্জা মনিরুজ্জামান কাকন, ইদ্রিস আলী, শেখ রফিকুর রহমান লাল্টু, হাফিজুর রহমান খান বিটু, মীর তাজুল ইসলাম রিপন, মো. কবিরুজ্জামান রুবেল, স ম সেলিম রেজা, সৈয়দ জয়নুল আবেদীন জসি, ফারহা দীবা খান ও সেতারা জামান প্রতিদ্বন্দিতা করছে। অপর দিকে ক্রীড়া ও স্টেডিয়াম উন্নয়ন পরিষদের সহ-সভাপতি পদে হাসনে জাহিদ জজ, বদরুল ইসলাম খান, শেখ ফিরোজ আহম্মেদ, মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক পদে শেখ নিজাম উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মাহমুদ হাসান মুক্তি, যুগ্ন সম্পাদক পদে তৈয়েব হাসান বাবু ও মো. সাইদুর রহমান শাহিন, কোষাধ্যক্ষ কাজী সফিউল আযম, নির্বাহী সদস্য শেখ তৌহিদুর রহমান ডাবলু, মোঃ আবু সায়ীদ, শেখ নাসেরুল হক, শেখ আশরাফ আলী, মোঃ রইচ উদ্দিন সরদার, মোমিন উল্লাহ মোহন, শেখ মারুফুল হক, শেখ হেদায়েতুল ইসলাম, খন্দকার আরিফ হাসান প্রিন্স, খন্দকার বদরুল আলম, ওয়াসিউদ্দিন খান পিপুল, মোঃ আলতাফ হোসেন, মিজানুর রহমান (মিনুর), শেখ জাহিদ হাসান, উপজেলা প্রতিনিধি জাহিদুর রহমান খান চৌধুরী, শেখ ইকবাল আলম বাবলু, মমতাজুন্নাহার ঝর্ণা প্রতিদ্বন্দিতা করছে। নির্বাচনে ১০৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।