সাতক্ষীরা

সাতক্ষীরায় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

By Daily Satkhira

January 11, 2018

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে কমিশনের অস্থায়ী কার্যালয়ে বুধবার বিকাল ৪টায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনের জেলা শাখার সভাপতি এ্যাড. ওসমান গনি। এছাড়া বক্তব্য রাখেন কমিশনের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোঃ ইউনুস আলী, মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম মেনন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল হোসেন (টুটুল), মোঃ আল-ফেরদৌস (আলফা), বি.এম শামছুল হক, সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম (হিল্লোল), এস.এম নজমুচ্ছায়াদাৎ (পলাশ), সমাজ কল্যাণ সম্পাদক, মোঃ মাহমুদুল হক (লাভলু), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মোঃ হাবিবুল্লাহ (বাদশা), দপ্তর সম্পাদক হাসান ঔরঙ্গীন (ময়না), আঃ বর (পলাশ), এ্যাড. বি.ডি জামান, এ্যাড. ফজলুল হক, নাহিদ সুলতানা, মোঃ সাইফুর রহমান, প্রভাষক আব্দুল মালেক, মোঃ আবু সাঈদ, এ্যাড. হাফিজুর রহমান, বিধান চন্দ্র বর্মন, মোঃ হাফিজুর, ওহিদুজ্জামান বকুল, শেখ আসাদুজ্জামান লিটন, শেখ শাহাদাৎ আলম, মোঃ রোকনুজ্জামান, এ্যাড. মোঃ আব্দুল আজিজ(২), মোঃ আব্দুস সেলিম সরদার, মেহেদী হাসান প্রমুখ। উক্ত আলোচনা সভায় বক্তরা স্ব স্ব অবস্থান থেকে হত দরিদ্র, অসহায়, নির্যাতিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে সেবা মূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং প্রত্যেক উপজেলায় সৎ যোগ্য ও দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে দ্রুত কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহ দপ্তর সম্পাদক এ্যাড. হাবিব ফেরদৌস শিমুল।