ভিন্ন স্বা‌দের খবর

প্রচণ্ড ঠাণ্ডায় মরুভূমিতেও তুষারপাত!

By Daily Satkhira

January 11, 2018

প্রচণ্ড ঠাণ্ডার কারণে বিরল এক তুষারপাতের সাক্ষী হলো সাহারা মরুভূমি! ওই অঞ্চলে সম্প্রতি তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। ফলে সাহারা মরুভূমি অধ্যুষিত আলজেরিয়ার আইন সেফ্রা শহরের অধিবাসীরা তুষারপাত দেখার সুযোগ পায়।

তবে এ তুষারপাতের ঘটনাকে বেশ উপভোগ করেছেন সেফ্রা’র বাসিন্দারা। ঠান্ডার মধ্যেও তারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

ওই এলাকাটিতে মরুভূমির কিছু কিছু স্থানে বরফ জমাট বেঁধে থাকতে দেখা যায়। অনেকেই বিস্ময়কর এ ঘটনার ছবি তুলে রাখেন। ছবিতে ফুটে উঠে, লালচে বালির মধ্যে সাদা তুষারপাতের নৈসর্গিক সৌন্দর্য।

উল্লেখ্য, উত্তর আলজেরিয়ার শহর ‘আইন সেফ্রা’ সাহারা মরুভূমির প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এখানে গ্রীষ্মকালের গড় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং শীতকালে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসেরও কম হয়।

জানা যায়, মরুভূমি ও অ্যাটলাস পর্বতমালার মাঝামাঝি অবস্থান করা এই শহরে তুষারপাত অবশ্য নতুন নয়। এ এলাকায় সর্বশেষ তুষারপাত হয়েছিলো ২০১৬’র ডিসেম্বরে। সেবার ৩৭ বছর পর তুষারপাত দেখেছিল আইন সেফ্রা। তখন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার মিটার উঁচু অ্যাটলাস পর্বতমালাও ছেয়ে যায় তুষারে।