শ্যামনগর

সাতক্ষীরায় ওয়ারশুটার গান, গুলি ও ইয়াবাসহ বনদস্যু আটক

By daily satkhira

January 11, 2018

নিজস্ব প্রতিবেদক : গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশী তৈরি ওয়ার শুটার গান, পাঁচ রাউণ্ড রাইফেলের গুলি ও ৫৩ পিচ ইয়াবাসহ এক বনদস্যুকে আটক করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল পৌনে আটটার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাখিমারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত বনদস্যুর নাম- আব্দুল মালেক গাজী (৪৬)। তার বাবার নাম ফজর আলী গাজী। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক আশরাফুল হক জানান, বিক্রির জন্য মাদক ও অস্ত্র মজুদ রাখা হয়েছে এমন গোপন খবরের ভিত্তিতে বৃহষ্পতিবার সকাল পৌনে আটটার দিকে শ্যামনগরের পাখিমারা গ্রামের বনদস্যু মালেক গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে একটি দেশী তৈরি ওয়ান শুটার গান, পাঁচ রাউণ্ড রাইফেলের গুলি ও ৫৩ পিস ইয়াবা ট্যাবলে উদ্ধার করা হয়। এসব মাল মজুত রাখার অভিযোগে বনদস্যু আব্দুল মালেককে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত মালেকের বিরুদ্ধে শ্যামনগর, কালিগঞ্জ, বাগেরহাট, খুলনাসহ বিভিন্ন থানায় ২৮ টি মামলা রয়েছে। এ ঘটনায় উপপরিদর্শক মঞ্জুরুল আহসান বাদি হয়ে শুক্রবার বিকেলে থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন।