দেবহাটা

দেবহাটায় উন্নয়ন মেলার উদ্বোধন

By Daily Satkhira

January 12, 2018

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা পরিষদের সহযোগিতায় আগামীর লক্ষ্য বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের একান্ত প্রচেষ্টায় বৃহষ্পতিবার সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে দেবহাটা উপজেলা মুক্ত মঞ্চ প্রাঙ্গণে এসে শেষ হয়। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণার পরে দুপুর ১২ টায় উপজেলা মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্তমান সরকারের আমলে গত ৩ বছর যাবৎ এই উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে। দেবহাটা উপজেলা পরিষদের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার একান্ত প্রচেষ্টায় একটু বড় আকারের এই উন্নয়ন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন ও দেবহাটা উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম। দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত কার্যক্রম বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য প্রচার এবং এসডিজি কার্যক্রমে জনগনকে উদ্বুদ্ধ করা এবং শেখ হাসিনা সরকারের উদ্যোগ সম্পর্কে জনগনের অংশীদারিত্ব বৃদ্ধি গুরুত্বপূর্ন। তাই উন্নয়নে সকলের অর্জনসমূহের উদযাপন এবং আগামীর লক্ষ্য বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় এই উন্নয়ন মেলা উদযাপন করা হচ্ছে। এবারের মেলায় সরকারী বেসরকারী মোট ৫১টি প্রতিষ্টার স্টল প্রদর্শন করছে। এদের মধ্য থেকে সেরা স্টল নির্বাচন ছাড়াও প্রতিটি স্টলকে পুরষ্কার প্রদান করা হবে বলে ইউএনও জানান। তিনি বর্তমান সরকারের উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে একসাথে কাজ করার আহবান জানান।