পারমাণবিক শক্তিতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সম্প্রতি তাদের মধ্যে অস্ত্র চুক্তি হওয়ার কথা থাকলেও তা নিয়ে এখনও কোনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, পরমাণু অস্ত্র চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতার বিষয়টি এখনও চূড়ান্ত করেনি।
এ ব্যাপারে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র কিছু পরমাণু অস্ত্র সম্বলিত এয়ারক্র্যাফ্ট এবং সাবমেরিন পুনরায় সজ্জিত করার পরিকল্পনায় রয়েছে, যা রাশিয়ার কাছে উদ্বেগের বিষয়।
রাশিয়ার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুতিন আরও জানান, এই বিষয়ে কথাবার্তা চলছে, মনে হচ্ছে তা ইতিবাচক হবে।