কালিগঞ্জ

কালিগঞ্জে উন্নয়ন মেলার উদ্বোধন

By Daily Satkhira

January 12, 2018

কালিগঞ্জ ব্যুরো : “উন্নয়নের রোল মড়েল, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে তিন দিন ব্যাপি উন্নয়ন মেলা ২০১৮ এর অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলা উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পরিষদ চত্ত্বর থেকে ব্যান্ড বাদ্য বাজিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সারাদেশের ন্যায় এক যোগে গণপ্রজানন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা টেলি কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলা উদ্বোধন করার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহিদুজ্জামান ও নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের নেতৃত্বে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন ও মেলার স্টোল ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুমসহ সরকারী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যাংক, বীমা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এবছর উন্নয়ন মেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে সরকারি দপ্তর, লেডিসক্লাব, এনজিওসহ ৪১টি স্টোল প্রদর্শীত হয়। মেলার প্রথম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে জারি গান পরিবেশন করেন সাতক্ষীরার বিশিষ্ঠ জারি স¤্রাট আক্তার হোসেন ও তার দল। ১১, ১২ ও ১৩ই জানুয়ারি সাংস্কৃতি অনুষ্ঠান ও জারিগানের মধ্যে দিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই মেলা চলবে। শেষ দিনে মেলায় অংশগ্রহনকারী স্টোল থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হবে। তাবে এবারে মেলায় নির্বাহী কর্মকর্তা নির্দেশে ব্যাতিক্রম ধর্মী স্টোল বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলার দর্শনার্থীরা গোপন ব্যালেটের মাধ্যমে ভোট প্রদান করে তাদের মতামত জানাবেন। যে স্টোল ভোট বেশী পাবে তাকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হবে।