জাতীয়

নাখালপাড়ার আস্তানায় তিন ‘জঙ্গি’র লাশ

By daily satkhira

January 12, 2018

ডেস্ক রিপোর্ট: রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় তিন জঙ্গির মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। এছাড়া আস্তানাটি থেকে দুটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক জেল ও একটি পিস্তল পাওয়ার কথা জানিয়েছেন বেনজীর।

শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

বেনজীর জানান, এ পর্যন্ত তিনজনের মরদেহ পাওয়া গেছে। সেখানে আর কেউ হতাহত হয়েছে কি না সে ব্যাপারে কিছু জানাননি তিনি।

বৃহস্পতিবার দিনগত মধ্যরাতের পর প্রধানমন্ত্রীর কার্যালয় ও এমপি হোস্টেলের ঠিক পেছনে ১৩/১ রুবী ভিলা নামে ছয় তলা বাড়িটিতে ‘জঙ্গি আস্তানা’র সন্ধান পেয়ে অভিযানে চালাতে যায় র‌্যাব সদস্যরা।

র‌্যাবকে দেখে জঙ্গিরা গ্রেনেড ছুঁড়ে মারলে র‌্যাবও পাল্টা গুলি চালায়। টানা ৪০ মিনিটের মতো গোলাগুলিতে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয় বলে জানিয়েছিলেন র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান। এতে র‌্যাবের দুই সদস্যেও আহত হন।

শুক্রবার সকাল ৭টার দিকে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল (বম্ব ডিসপোজাল ইউনিট) ঘটনাস্থলে কাজ শুরু করেছে।