নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় উপজেলা পর্যায়ে দলিত, হরিজন ও হিজড়া ব্যক্তিদের ভাতার বই ও উপ-বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন,‘ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কোন অপশক্তি এ উন্নয়ন ও অগ্রযাত্রা বাঁধাগ্রস্থ করতে পারবেনা। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিশ্ব আজ হতবাক হচ্ছে কিভাবে একটি গরীব দেশ এত দ্রুত মধ্যম আয়ের দেশে পরিনত হল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে এটা তারই একটি অংশ’। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান প্রমুখ। সদর উপজেলার দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জন্য ৪০০ টাকা হারে ৩৫ জনকে বিশেষ ভাতা, দলিত, হরিজন ও বেদে জনগোষ্ঠীর জন্য ৪টি স্থরে ৬১ জন শিক্ষার্থীকে উপ-বৃত্তি, হিজড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাতা দেওয়া হয় ১৩ জনকে এবং হিজড়া জনগোষ্ঠীর জন্য প্রাথমিক স্থরে উপবৃত্তি দেওয়া হয় ১ জনকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান।