নলতা প্রতিনিধি: “মাদক ও সামাজিক অন্যান্য অসঙ্গতিকে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন” এ স্লোগানকে সামনে রেখে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি’র মাতা-পিতার (আছিয়া-নজির) নামে ২য় বারের মত অনুষ্ঠিত হচ্ছে ৮দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্ট। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১২ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত উক্ত টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৪র্থ খেলা হাজার হাজার দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনাপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। প্রথম দিক থেকে উভয় দল পাল্টাপাল্টি আক্রমণ চালালেও শেষ পর্যন্ত বিদেশী ও দেশী খেলোয়াড়দের চমৎকার ক্রীড়া নৈপুন্যে পি.ডি.কে মিতালী সংঘ, কদমতলা ৩-১ গোল ব্যবধানে সেন্টমেরী স্পোটিং ক্লাব, খুলনাকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। আয়োজক কমিটির কর্মকর্তাবৃন্দ,স্বেচ্ছাসেবকবৃন্দ ও কালিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় খেলা পরিচালনা করেন শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারি ছিলেন মো. মোমিনুর রহমান ও মো. আব্দুস সামাদ। প্রথম সেমিফাইনাল খেলা আগামী ১৫ জানুয়ারি সোমবার বিকাল ৩টায় একই মাঠে মহসিন রেজা ফুটবল একাদশ, চালতেঘাটা, শ্যামনগর বনাম সৈকত স্পোটিং ক্লাব, তালা এর মধ্যে অনুষ্ঠিত হবে এবং আগামী ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় কুশুলিয়া ফুটবল একাদশ, কালিগঞ্জ বনাম পি.ডে.কে মিতালী সংঘ, কদমতলা (গত বছরের চ্যাম্পিয়ন) এর মধ্যে ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।