রাজনীতি

ব্রহ্মরাজপুর স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

By Daily Satkhira

January 13, 2018

ধুলিহর প্রতিনিধি : সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা প্রাইমারী স্কুল মাঠে শুক্রবার বিকেলে ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মী সমাবেশ শেষে ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি গঠন হয়। ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে মোঃ রাশেদুজ্জামান (রাশেদ) আহবায়ক, মোঃ শাহাদাৎ হোসেন (রাজ) যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়। সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এড. ফারুক হোসেনের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। বিশেষ অতিথি ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক নুর ইসলাম (মাগরেব), সদর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সানা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফি খাঁন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোস্তাফিজুর রহমান ও গীতা পাঠ করেন সুশান্ত মল্লিক। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু ছালেক, ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য রেজাউল করিম মিঠু, শেখ আব্দুল আহাদ, ইউপি সদস্য মতিয়ার রহমান, ইউপি সদস্য কুরবান আলী, ইউপি সদস্য কালিদাস সরকার, পৌর স্বেচ্ছাসেবকলীগের রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম উজ্জ্বল, ওয়াহিদুজ্জামান টিটু, জীবন, অলিউর রহমান, জাহাঙ্গীর, লাবসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের এন,এম স্বপন, ইব্রাহিম, কালাম, আক্তারুল প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন আ’লীগ, ওয়ার্ড আ’লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। আহবায়ক কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন জাকির হোসেন সুজন, মহব্বত হোসেন, মোঃ মহিদুল ইসলাম, ইয়াসিন হোসেন (দীপু), মোঃ মাসুম বিল্লাহ, মোঃ আকরাম হোসাইন বাপ্পী, মোঃ আজহারুল ইসলাম, মোঃ আঃ হামিদ ভূট্টা, মোঃ আব্দুল খালেক, মোঃ নূর ইসলাম, মোঃ হযরত আলী, মোঃ আক্কু, মোঃ আসাদুল, মোঃ গফ্ফার শেখ, মোঃ আঃ হাই, মোঃ বদরুজ্জামান, মিঠুন দাস, মোঃ তৈয়ুবুর রহমান ও রঘুনাথ সরকার। আগামী ৩ মাসের মধ্যে আহবায়ক কমিটি ৯টি ওয়ার্ড গঠন সহ ইউনিয়ন সম্মেলনের ব্যবস্থা করবে বলে দায়িত্ব দেয়া হয়। প্রধান অতিথি আলহাজ্ব আসাদুজ্জামান বাবু তাঁর বক্তব্যে বলেন, পদ পদবি বড় কথা নয়, আজকাল সবাই নেতা হতে চায়। এটা দলের জন্য শুভ লক্ষণ নয়। প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক হয়ে দেশপ্রেমিক হতে পারলেই জনগণ উপকৃত হবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের বিজয় ছিনিয়ে আনতে হবে। এজন্য সবার আগে প্রয়োজন দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়া।