দেবহাটা

কোমরপুরে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট

By Daily Satkhira

January 13, 2018

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার কোমরপুরে মাদক ও জঙ্গী বিরোধী ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কোমরপুর স্থানীয় মাঠে তরুণ সংঘের আয়োজনে এবং আশিক এন্টারপ্রাইজের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। খেলায় কুলিয়া ক্রিকেট একাদশ ও কোমরপুর দ্যা চ্যালেঞ্চলার একাদশ অংশ গ্রহণ করে। শুরুতে কোমরপুর দ্যা চ্যালেঞ্চলার একাদশ ১০ ওভারে ৯২ রান করে। জবাবে কুলিয়া ক্রিকেট একাদশ ৭ উইকেটের বিনিময়ে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ হন কুলিয়া ক্রিকেট একাদশের নিশিত। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আল-ফেরদাউস আলফা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, উপজেলা তাঁতিলীগের সহ-সভাপতি নাসিরউদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ধূপ দাস। খেলায় চাম্পিয়ান ট্রফি হিসাবে ফিড়জ ও রানার্স আপ হিসাবে এলইডি টিভি প্রদান করা হয়। খেলায় আশিক এন্টারপ্রাইজের পরিচালক আজহারুল ইসলামের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় রেফারির দায়িত্বপালন করেন সুমন কুমার মন্ডল(বাবলু) ও সাগর হোসেন এবং ভাষ্যকর প্রদান করেন লোকমান কবির। অনুষ্ঠানে বক্তরা বলেন, যুব সমাজকে মাদক ও জঙ্গি কর্মকা- থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই মাদক ও জঙ্গিবাদ দূর করতে বেশি বেশি খেলাধুলার ব্যবস্থা করতে হবে। এছাড়া বক্তরা মাদক বিক্রয় করে এবং গ্রহণ করে প্রশাসনকে তাদের তথ্য দিয়ে সমাজকে মাদকমুক্ত করার অনুরোধ জানান।