দেবহাটা

দেবহাটায় উন্নয়ন মেলা; এলজিইডির স্মরণিকার মোড়ক উন্মোচন

By Daily Satkhira

January 13, 2018

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা পরিষদের সহযোগীতায় বৃহষ্পতিবার সকাল ১০ টায় ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি পরবর্তী উপজেলা মুক্ত মঞ্চে এক আলোচনা সভা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন ও দেবহাটা উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম। দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ। আলোচনা সভার শুরুতে দেবহাটা উপজেলা এলজিইডির বিগত ৯ বছরের কাজের মূল্যায়ন স্বরুপ একটি স্মরনিকা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। স্মরনিকাটিতে উপজেলা এলজিইডি বিগত বছরে কি কি উন্নয়নমূলক কাজ করেছে তার চিত্র সহ উপকারভোগীদের ছবি প্রদর্শন করা হয়েছে। এই ধরনের একটি সুন্দর স্মরনিকা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষন করে। উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম জানান, তার অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগীতায় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও মহোদয়ের নির্দেশনা মোতাবেক উপজেলা এলজিইডির উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে।