দেবহাটা

দেবহাটায় উন্নয়ন মেলার ২য় দিনে কুইজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

By Daily Satkhira

January 13, 2018

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা পরিষদের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবছর জাকজমকপূর্নভাবে এই উন্নয়ন মেলা উদযাপন করা হচ্ছে। উদ্বোধনী দিনে আলোচনা সভায় ইউএনও হাফিজ-আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন ও দেবহাটা উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম। মেলার দ্বিতীয় দিনে সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্ত মঞ্চে ছাত্র-ছাত্রী ও দর্শকদের জন্য উন্মুক্ত কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা অসীত বরন রায়, প্রধান শিক্ষক মদন মোহন পাল প্রমুখ। পরে বিকালে ও সন্ধ্যায় স্থানীয় এবং বিভিন্ন বাইরের শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার মেলার শেষদিনে সকালে চিত্রাঙ্কন প্রতিযোগীতা এবং বিকালে সমাপনী, পুরষ্কার বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।