আন্তর্জাতিক

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বহাল রাখলেন ট্রাম্প

By Daily Satkhira

January 13, 2018

পরমাণু চুক্তি ইস্যুতে সম্প্রতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। চলছে বাকযুদ্ধ ও পাল্টাপাল্টি হুমকি। তবে এরই মধ্যে নিজের অবস্থানে নরম হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে বিশ্বের ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু চুক্তি বহাল রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। তবে এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প জুড়ে দিয়েছেন দুটি শর্ত।

এ ব্যাপারে শুক্রবার তিনি বলেছেন, ‘চরম অনিচ্ছা সত্ত্বেও আমি ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিচ্ছি না। বরং সম্ভাব্য দুটি পথ আমি দিচ্ছি; এর একটি হচ্ছে- হয় এ সমঝোতার বিপর্যয়কর ত্রুটি দূর করতে হবে, না হয় আমেরিকা এ থেকে নিজেকে প্রত্যাহার করে নেবে।’

এসময় ট্রাম্প আরও বলেন, ‘এটা হচ্ছে শেষ সুযোগ। আমেরিকা ও ইউরোপের মধ্যে সমঝোতা না হলে আমেরিকা আর ইরানকে নিষেধাজ্ঞা মুক্তির সুবিধা দেবে না।’

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, শেষবারের মতো প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকলেন। তবে আগামী ১২০ দিনের মধ্যে ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন।

প্রসঙ্গত, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু চুক্তি বাতিলের হুমকি দিয়ে আসছিলেন।

সূত্র: বিবিসি, আলজাজিরা