খেলা

নামিবিয়াকে ৮৭ রানে হারিয়ে শুরু যুবাদের বিশ্বকাপ মিশন

By Daily Satkhira

January 13, 2018

জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নামিবিয়াকে ৮৭ রানে হারিয়েছে সাইফ হাসানরা।

বৃষ্টির কারণে বার্ট সুটক্লিফের ম্যাচটি নেমে এসেছিল ২০ ওভারে। টি-টোয়েন্টিতে বদলে যাওয়া ম্যাচটিতে অধিনায়ক সাইফ ও মোহাম্মদ নাঈমের হাফসেঞ্চুরিতে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ১৯০ রান। জবাবে কাজী অনিক ও হাসান মাহমুদের চমৎকার বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি করতে পারেনি নামিবিয়া।

বাংলাদেশি বোলারদের সামনে মাত্র ১২ রানের ৪ উইকেট হারায় নামিবিয়া। তখনই আসলে জয় দেখে ফেলেছিল যুবারা। হাসানের বলে মাত্র ৪ রান করে অধিনায়ক লোহান লরেন্স আউট হলে বাংলাদেশ পায় প্রথম উইকেট। খানিক পর রান আউট হয়ে ফেরেন জার্গেন লিন্ডে (৪)। আর কাজী অনিকের জোড়া আঘাতে শন ফুচে (১) ও এরিচ ফন মলেনডোর্ফ (০) আউট হলে বাংলাদেশ পেতে থাকে জয়ের সুবাস।

এবিন ফন উইক হাফসেঞ্চুরি করে হারের ব্যবধান যা একটু কমিয়েছেন নামিবিয়ার। এই ব্যাটসম্যান ৫২ বলে করেন ৫৫ রান। নিকোল লোফটি-এটোনোর ব্যাট থেকে আসে ২৪ রান। কাজী অনিক ও হাসান মাসুদ দুজনই নিয়েছেন দুটি করে উইকেট।