নিজস্ব প্রতিবেদক : দারিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা সরঞ্জাম বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শিক্ষা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের। শিক্ষা দারিদ্র নিরসন যুব সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হুসাইন সুজন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা দারিদ্র নিরসন যুব সংগঠনের সভাপতি রাজ ইসলাম রাজু, যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান, ইসমাইল হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুস্তম আলী। প্রধান অতিথি দরিদ্র মেধাবীদের জন্য যুবকদের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যুবকরা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে। সমাজকে পরিবর্তনের জন্য যুবকদের ভূমিকা অপরিসীম। ১৯৭১ সালে যুবকদের কারণেই কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারি। এসময় তিনি উক্ত সংগঠনের সমৃদ্ধি কামনা করেন।