নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় আধুনিক কৃষি তথ্য ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ক এক কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করে কেয়ার বাংলাদেশ,পাথওয়েজ প্রকল্প। দিনব্যাপি এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজি আব্দুল মান্নান। ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ট্রেনিং অফিসার জি,এম আব্দুল গফুর, বাংলাভিশন টিভি চ্যানেল ও দৈনিক বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, কেয়ার বাংলাদেশের পাথওয়েজ প্রকল্পের কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ। উদ্বোধন শেষে অতিথিরা মেলার ষ্টল গুলো পরিদর্শন করেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ মেলার মূল উদ্দেশ্য কৃষকদেরকে আধুনিক প্রযুক্তি, কলা কৌশল ও তথ্য জানানো এবং কৃষি ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করে কৃষকদের আধুনিক চাষাবাদ ও অভিযোজিত কলা কৌশল প্রয়োগ করতে সক্ষম করা। এবারের এ মেলায় ২০ টি ষ্টল স্থান পেয়েছে। মেলায় স্টল দিয়ে অংশগ্রহনকারী প্রতিষ্ঠান গুলো হল, গবেষনা প্রতিষ্ঠান ব্রি, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, সিনজেনটা, এসিআই কোং, পাথওয়েজ প্রকল্পের কৃষক মাঠ স্কুল, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, সীড কোংসহ অন্যান্যরা। মেলায় কৃষকদের জন্য তাদের প্রযুক্তি তথ্য উপস্থাপন সহ পণ্য প্রদর্শন করা হয় এবং বিক্রয় করা হয়। উক্ত মেলায় কমপক্ষে দুই শতাধিক কৃষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।