ফিচার

সাতক্ষীরায় উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

By Daily Satkhira

January 13, 2018

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৮ এর সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, সরকারের উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে এ উন্নয়ন মেলার আয়োজন। বিশে^র দরবারে বাংলাদেশ আজ মেরুদন্ড সোজা করে দাড়িয়েছে। পদ্মাসেতু আজ দৃশ্যমান এবং বাংলাদেশে তয় সমুদ্র বন্দর হতে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল লতিফ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, সড়ক ও জনপদ এর নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এ.কে.এম আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদসহ প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আলোচনা সভা শেষে রচনা ও সাধারণ জ্ঞাণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ স্টল ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনডিসি মোশারেফ হোসেন।