সাতক্ষীরা

সাতক্ষীরার ৫টি উপজেলার ৮টি ইউনিয়নে ১৬টি ভোটকেন্দ্রে পুন: ভোট গ্রহণ সোমবার

By daily satkhira

October 30, 2016

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার ৫টি উপজেলার ৮টি ইউনিয়নের ১৬টি বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রে পুন: ভোট গ্রহণ ও উপনির্বাচন সোমবার অনুুষ্ঠিত হবে। শান্তিপুর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। বিগত ইউপি নির্বাচনে সহিংসতা ও ভোটে কারচুপির কারনে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে এরমধ্যে দু’টি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, বিগত ইউপি নির্বাচনে জাল ভোট প্রদান,সহিংসতা,ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে জেলার  ১৪টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থগিত কেন্দ্র গুলো হল, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মাহমুদপুর সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গাংনিয়া সিনিয়র মাদ্রাসা ও ভাড়–খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। তালা উপজেলার কুমিরা ইউনিয়নের ভাগবহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, অভয়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও শাকদহা দাখিল মাদ্রাসা এবং কেরালকাতা ইউনিনের বালিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। শ্যামনগর উপজেলার কখালী ইউনিয়নের পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈখালী মহাজেরিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও শৈলখালী এম ইউ দাখিল মাদ্রাসা। এছাড়া সম-সংখ্যাক ভোট পাওয়ায় সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কুশখালী ৪নং ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিক ভোট কেন্দ্রে এবং দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের এক ওয়ার্ড সদস্যের মৃত্যুজনিত কারনে কুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে, নির্বাচনকে সুষ্টু ও শান্তিপুর্ণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রিয়াল দায়িত্ব পালনের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসান। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন এসআই’র নেতৃত্বে ৭জন পুলিশ সদস্য, ২জন অস্ত্রধারী আনসার সদস্য ও ১৬ জন লাঠি আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। জেলা নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান জানান, যে কোন মুল্যে এবারের নির্বাচন নিরপেক্ষ করতে চেষ্টা চালাচ্ছেন নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টরা। উল্লেখ্য ঃ এর আগে গত ২২ মার্চ ১ম ধাপে সাতক্ষীরার ৭৮ টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।