আন্তর্জাতিক

ট্রাম্পের বিদ্রুপের বিরুদ্ধে জাতিসংঘে আফ্রিকান দেশগুলোর প্রতিবাদ

By Daily Satkhira

January 13, 2018

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যঙ্গ বিদ্রুপ ভরা মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে আফ্রিকার সবগুলো দেশ। শুক্রবার জাতিসংঘে একযোগে এ বিরোধিতার পাশাপাশি ট্রাম্পকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান তিনি।

ট্রাম্প আফ্রিকার দেশগুলো থেকে আসা অভিবাসীদের ‘নীচ’ ও ‘নিকৃষ্ট’ হিসেবে অভিহিত করেছেন।

আফ্রিকার দেশগুলোর পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়, জাতিসংঘে আফ্রিকান দেশগুলোর রাষ্ট্রদূতগণ ট্রাম্পের এই বিবৃতিতে চরম ক্ষুব্ধ এবং বর্ণবাদী ও অযৌক্তিক এই মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে।

ট্রাম্পের এই মন্তব্যের ইস্যুতে একটি জরুরি অধিবেশনের পর আফ্রিকান দেশগুলোর জোট জানায়, আফ্রিকান দেশ ও এখানকার মানুষের প্রতি মার্কিন প্রশাসনের অব্যাহত ও ক্রমবর্ধমান বিরূপ আচরণে তারা উদ্বিগ্ন।

ট্রাম্পকে তার মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে ৫৪টি দেশ যৌথভাবে যুক্তরাষ্ট্রের সর্বস্তরের যেসব মানুষ ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়েছে তাদের ধন্যবাদ দিয়েছে।