আশাশুনি

আশাশুনির মরিচ্চাপ নদীর উপর নির্মিত বেইলি ব্রিজের সংস্কার কাজ শেষে উদ্বোধন করলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী আফম রুহুল হক

By daily satkhira

October 30, 2016

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি, বিদ্যুৎসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় আসলে দেশে সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান ঘটে মন্তব্য করে ডা. আ ফ ম রুহুল হক এমপি আরো বলেন, বর্তমান সরকার নৌ-বাহিনীর সক্ষমতাবৃদ্ধি করায় দেশে এখন যুদ্ধজাহাজ তৈরী হচ্ছে। নৌ-বাহিনীর তৈরী করা জাহাজ এখন বিদেশেও রপ্তানী হচ্ছে। সাবেক মন্ত্রী আ ফ ম রুহুল হক এমপি রোববার দুপুরে বাংলাদেশ নৌ-বাহিনীর তত্বাবধায়নে নির্মিত সাতক্ষীরার আশাশুনির মরিচ্চাপন নদীর উপর নির্মিত বেইলি ব্রিজের সংস্কার কাজ শেষে উদ্বোধনকালে এসব কথা বলেন। ব্রিজের উদ্বোধন উপলক্ষ্যে সেখানে নদী তিরবর্তী সড়কের উপর এক অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগ। সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নৌবাহিনীর চট্রগ্রাম ইউনিটের কমোডর নাজমুল করিম কিছলু, নৌবাহিনীর ক্যাপ্টেন আব্দুল লতিফ, আকতার হোসেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ডা. মোখলেছুর রহমান প্রমুখ। বাংলাদেশ নৌ-বাহিনী চিটাগাং ডাইড ইন্ডাট্রিজ এর ব্যবস্থাপনায় প্রায় তিন কোটি ৫৪ লাখ টাকা ব্যায়ে আশাশুনি উপজেলার মরিচ্চাপপ নদীর উপর বেইলী স্ট্রিলের ব্রিজটি সংস্কার করা হয়। এর ফলে প্রায় দীর্ঘ ৬ মাসপর আবারও নতুন করে ব্রিজের উপর দিয়ে স্বাভাবিক ভাবে যানবাহন চলাচল  করতে পারবে এ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ।