কালিগঞ্জ

কালিগঞ্জে উন্নয়ন মেলার সমাপ্তি

By Daily Satkhira

January 14, 2018

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার সমাপনি অনুষ্ঠান পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সমাপ্তি হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১১, ১২ ও ১৩ জানুয়ারি এই মেলার অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছিল। “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদের মাঠে নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাতিত্বে উন্নয়ন মেলার সমাপনি দিনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূর আহম্মেদ মাছুম, কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা মনোজিৎ কুমার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহামুদ রঞ্জুসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক শিক্ষাথী, এনজিও প্রতিনিধি প্রমুখ। বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরে মেলায় ৪১টি স্টোল প্রদর্শীত হয়। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ, আতশবাজী প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কুতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।