তালা

তালায় ঘোনা পল্লী মঙ্গল হাইস্কুলে বিতর্ক প্রতিযোগিতা

By Daily Satkhira

January 14, 2018

তালা প্রতিনিধি : তালা উপজেলার ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিদ্যমান বৈষম্য দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের উন্নয়নে প্রধান অন্তরায়- শীর্ষক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে এবং ইউএনডিপির সহযোগীতায় ১১জানুয়ারী সকালে সংশ্লিষ্ট বিদ্যালয় কক্ষে উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন, ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম। অতিথি এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মফিদুল ইসলাম, বিশ্বনাথ বন্দোপাধ্যায়, অফিস সহকারী মো. আব্দুল হালিম ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রজেক্ট অফিসার মো. মুক্তাবিউর রায়হান। প্রতিযোগীতায় পক্ষে অংশগ্রহণ করেন দশম শ্রেণির শিক্ষার্থী পূজা হালদার, রামপ্রসাদ দাস, আঁখি রাজবংশী, সপ্তম শ্রেণির ফারজানা ইয়াছমিন ও আবুল কালাম আজাদ। এছাড়া বিপক্ষে অংশগ্রহণ করেন, দশম শ্রেণির শেখ আলাউদ্দীন, সুজন মন্ডল, নবম শ্রেণির চায়না খাতুন, মাধবী পাল ও ষষ্ট শ্রেণির ইমন সরদার। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন, সহকারী শিক্ষক শেখ রিপন হোসেন। বিতর্ক প্রতিযোগীতায় পক্ষের শাপলা দল বিজয়ী হয় এবং বিপক্ষ দলের দলনেতা চায়না খাতুন প্রধান বক্তা নির্বাচিত হন। প্রতিযোগীতা শেষে বিজয়ী দলকে পুরুস্কার প্রদান করা হয়।