আবদুল জলিল: ইয়াবাসহ হাতেনাতে ধরার পরও এক মাদক চোরাচালানিকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, তার কাছ থেকে ঘুষ হিসাবে আদায় করা হয়েছে মোটা অংকের টাকা। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার সীমান্তবর্তী গ্রাম ভবানীপুরে এ ঘটনা ঘটে। গ্রামবাসী বলছেন, ইয়াবাসহ আটক ও পরে ছেড়ে দেওয়া মাদক কারবারী নাসিম সাতক্ষীরার কুখ্যাত মাদক ব্যবসায়ী ৩২ বছরের কারাদ-প্রাপ্ত চোরাকারবারি মিজানুর রহমান মিজানের ভাগনে। গ্রামের লোকজন জানান, গোপন সূত্রে খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সাগর হোসেন ও তার এক সহযোগী ওই গ্রামের নাসিমকে শনিবার ভবানীপুর স্কুলের কাছ থেকে আটক করেন। তার কাছ থেকে জব্দ করা হয় কিছু সংখ্যক ইয়াবা। গ্রামবাসীর সামনে আটকের পর পুলিশ তার সাথে দর কষাকষি শুরু করে। এক পর্যায়ে সবগুলি ইয়াবা পুলিশ রেখে দেয়। অপর দিকে নাসিমের কাছ থেকে আদায় করা হয় মোটা অংকের টাকা। তাকে আটক ও ছেড়ে দেওয়ার মধ্যস্থতা করেন তলুইগাছা গ্রামের পুলিশের দালাল হিসেবে পরিচিত শরিফুল ও রুহুল আমিন নামের দুই যুবক। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এএসআই সাগর হোসেন জানান, তিনি নাসিমকে আটক করেছিলেন । কিন্তু তার কাছে ইয়াবা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি কোন প্রকার ঘুষ নেননি বলে দাবি করেন। তবে তিনি স্বীকার করেন, নাসিম ইয়াবা চোরাচালানের সাথে জড়িত বলে পুলিশের কাছেও খবর রয়েছে।