আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পারিশামারী থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫টি অবিস্ফোড়িত বোমা উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে বোমাগুলো উদ্ধার করেছে আশাশুনি থানা পুলিশ। আশাশুনি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আকতারুজ্জামান জানান, শনিবার রাত ৯.৪৫ টার দিকে ফটিকখালী গ্রামের অমলকৃষ্ণ মন্ডলের পুত্র স্বপন ও খালিয়া গ্রামের ইবাদুল ইসলাম সানার পুত্র শামীম একটি ভাড়ায় চালিত মোটর সাইকেলে ফটিকখালীর দিকে যাচ্ছিলেন। পারিশামারী গ্রামের মৃত যোতিন্দ্র রায়ের পুত্র শান্তিরঞ্জন রায়ের মৎস্য ঘেরের দক্ষিণ পাশের রাস্তার উপর পৌছলে ৫/৬ জনের একটি সংঘবদ্ধ দুবৃত্তদল তাদের পথ রোধ করে মারপিট শুরু করে। এক পর্যায়ে আক্রমনকারীরা দ্রুত পালিয়ে যাওয়ার সময় তাদের কাছে থাকা ৫টি বোমা ফেলে যায়। খবর পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) আকতারুজ্জামান, এসআই প্রদীপ কুমার সানা ও এএসআই মাহবুব ঘটনাস্থল পৌছে বোমা ৫টি উদ্ধার করেন। এব্যাপারে স্বপন কুমার মন্ডল বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে বিস্ফোড়ক দ্রব্য ও পেনালকোট আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং ৩ তাং- ১৪/০১/১৮।