ফিচার

শ্যামনগরে ভূমিহীনদের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

By Daily Satkhira

January 14, 2018

নূরনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ভূমিহীনদের বেশ কিছু বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাঁধা দিলে তাদের হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার সন্ধ্যায় শ্যমনগর উপজেলার নূরনগর ইউনিয়নের সৈয়দালীপুর গ্রামে এঘটনা ঘটে। তবে, পুলিশের দাবি সেখানে ৫/৬ টি টোং ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দা আলহাজ্ব আবুল কাশেম জানান, সৈয়দালীপুর গ্রামের ১১৮ বিঘা জমি সরকার খাস করার পর এলাকার প্রভাবশালী আব্দুল গফুর ওরফে গুলি গফুর তা জোর পূর্বক দখল করে চিংড়ি ঘের করে। এরপর শ্যামনগর উপজেলার ভূমি অফিস থেকে এলাকার ভূমিহীনরা ২৯ একর জমি ডিসিআর নেয়। তারা সেখানে বাসাবাড়ি তৈরি করে বসবাস করতে শুরু করে। একপর্যায়ে ২০০৪ সালে তৎকালীন বিএনপি’র এক নেতার সহায়তায় আব্দুল গফুর তার বাহিনী নিয়ে ওই বাসা বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে তাদের তাড়িয়ে দেয়। এরপর ২০১৭ সালে স্থাণীয় আওয়ামীলীগের একাধিক নেতার সহায়তায় ভূমিহীনরা আবারো সেখানে বাসা তৈরি করে। রোববার সন্ধ্যায় হঠাৎ করে আব্দুল গফুর ওরফে গুলি গফুরের ছেলে আলমগীরের নেতৃত্বে ৭০/৮০জন লোক দলবদ্ধ হয়ে আবারো ভূমিহীনদের ওপর চড়াও হয়। তাদের বাসায় আগুন দিয়ে মারপিট করে তাদের আহত করে। এ সময় সেখানে তিনটি মোটর সাইকেলে আগুন দেওয়া হয়। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে দুর্বৃত্তারা পালিয়ে যায়। তিনি আরো বলেন, শ্যামনগরের এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতার ছত্রছায়ায় থেকে গফুরের ছেলে এ ঘটনা ঘটিয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, দখল পাল্টা দখলকে কেন্দ্র করে সেখানে ৫/৬টি টোং ঘর দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। তবে, পুলিশ যাওয়ার পর দু গ্রুপই সেখান থেকে চলে গেছে। তিনি আরো জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ওসি জানান।