খুলনা

পাইকগাছায় আম গাছ জোরপূর্বক কর্তন করছে প্রতিপক্ষরা

By daily satkhira

October 30, 2016

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় স্বত্ব দখলীয় রেকর্ডীয় সম্পত্তির শত বছরের একটি আম গাছ জোরপূর্বক কর্তন করছে প্রতিপক্ষরা। এনিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি উপজেলার গোপালপুর গ্রামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামের মৃত অমরেন্দ্রনাথ ঘোষ ও তার শরীকদের গোপালপুর মৌজায় এস,এ ৪ খতিয়ানে ৫৩ দাগে ৮১ শতক জমিতে শত বছরের একটি আম গাছ রয়েছে। যার আনুমানিক মূল্য ৭০-৮০ হাজার টাকা। রবিবার সকালে পার্শ্ববর্তী গদাইপুর গ্রামের মৃত দ্বিজেন্দ্র নাথ ঘোষের পুত্র সৃজন কুমার ঘোষ ও বোন সুচিস্মিতা ঘোষ বাইরের লোকজন নিয়ে আম গাছটি প্রকাশ্য দিবালোকে কর্তন শুরু করে। এ ঘটনা জানতে পেরে মৃত অমরেন্দ্রনাথ ঘোষের পুত্র কৌশিক ও অমিত ঘটনাস্থলে যেয়ে গাছ কাটার কারণ জানতে চায় এবং বাঁধা প্রদান করে। তখন সৃজনের লোকজন নাসিব গাজী, সিরাজুল বিশ্বাস, শফি গাজী তাদেরকে লাঠিসোটা সহকারে তাড়া দেয়। প্রাণভয়ে কৌশিক ও অমিত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে সুচিস্মিতা ঘোষ জানান, আমার মৃত শ্বশুরের ওয়ারেশ সূত্রে আমি উক্ত গাছ কর্তন করছি। অন্য কারোর গাছ কর্তন করছি না। এ ব্যাপারে মৃত অমরেন্দ্রনাথ ঘোষের পুত্র বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছিল।