কালিগঞ্জ

কালিগঞ্জে ঋষি সম্প্রদায়ের বিক্ষোভ ও মানববন্ধন

By Daily Satkhira

January 15, 2018

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে সংখ্যালঘু ঋষি সম্প্রদায়ের উচ্ছেদ ও জমি জবর দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা সদরের খানবাহাদুর আহছানউল্লা সেতু সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে মথুরেশপুর ইউনিয়নের রায়পুর ও বেলপুর গ্রামে বসবাসকারী ঋষি পল্লীর শতাধীক নারী ও পুরুষ বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করে। ৯নং ওয়ার্ড সদস্য শওকাত হোসেনের সভাপতিত্বে সংখ্যালঘু ঋষি সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জিএম আব্দুল হাকিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ালীগের সভাপতি সজল মুখার্জী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মনির হোসেন, নুর মোহাম্মাদ, ঋষি পরিবারের পক্ষে তপন কুমার মন্ডল, অনিল কুমার মন্ডল, সুবর্ণা মন্ডল ও কমলা রানী মন্ডল প্রমুখ। এসময় বক্তারা ভুমিদস্যু ইউপি সদস্য তোহার ও ফেরদৌস গংদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।