সাতক্ষীরা

জয় মহাপ্রভূ সেবক সংঘের শীতবস্ত্র বিতরণ

By Daily Satkhira

January 15, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় অসহায় দুস্থ শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের পুরাতন সাতক্ষীরা জেলা মন্দির প্রাঙ্গণে জয় মহাপ্রভূ সেবক সংঘ জেলা শাখার আয়োজনে জয় মহাপ্রভূ সেবক সংঘ জেলা যুব কমিটির সভাপতি রনজিৎ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, সারা দেশের ন্যায় সাতক্ষীরাতে বইছে শৈত্যপ্রবাহ। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে গরীব, অসহায় ও দুঃস্থদের বেড়েছে ভোগান্তি। আমার নির্বাচনী এলাকার অসহায় দরিদ্র শীতার্থ মানুষকে শীতে কষ্ট পেতে দেব না।’ এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জয় মহাপ্রভূ সেবক সংঘ জেলা শাখার সভাপতি বিশ^নাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, যুব কমিটির সদস্য বাসু দেব, সুমন অধিকারী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জয় মহাপ্রভূ সেবক সংঘ যুব কমিটির সাধারণ সম্পাদক মিলন কুমার।