ভিন্ন স্বা‌দের খবর

কুসংস্কারের জেরে ঘরে ছেড়ে মাঠে ২৫০০ গ্রামবাসী!

By Daily Satkhira

January 15, 2018

মানুষ যখন মঙ্গলে পাড়ি জমানোর আয়োজন করছে, মহাশূন্যে বসতি স্থাপনের তোড়জোড় করছে, বিভিন্ন মারণ ব্যাধির বিরুদ্ধে অস্ত্রকে করে তুলছে আরও শাণিত, মাতৃগর্ভের বাইরে সন্তান ধারণের চিন্তা করছে, তখনও কুসংস্কারের অন্ধকার জাঁকিয়ে বসছে বহু মানুষের অন্তরে।

বহু মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, ফকির, দরবেশ, আর দরবারের মোমবাতির এখনও মোমবাতির আলোয় মনের কুসংস্কারের অন্ধকার আরও গাঢ় হচ্ছে। তেমনই ওলাউঠার ভয়ঙ্কর কুসংস্কারে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে ভারতের কাটোয়ার কোশিগ্রাম। ফকির-দরবেশের নির্দেশ এখনও অক্ষরে অক্ষরে পালন করে গোটা গ্রাম।

ফকির-দরবেশের নির্দেশ, তাই মাঠেই দিনযাপন। কুসংস্কারে আচ্ছন্ন গোটা গ্রাম। শতাব্দীর প্রাচীন প্রথাকে আজও নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন গ্রামের প্রায় ২৫০০ বাসিন্দা। গ্রামেই রান্নাবান্না, খাওয়া-দাওয়া।ঠিক যেন পিকনিকের আসর।

কাটোয়ার কোশিগ্রামে ফকিরতলায় বছরের পর বছর ফকিরের উত্তরসূরি এসে বসে থাকেন। তার আশীর্বাদ নিতে ভিড় জমান গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ। গ্রামের গবাক্ষপথে আজও লোকের মুখে মুখে ফের সেই নাম-না-জানা ফকিরের কথা।