নিজস্ব প্রতিবেদক ঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউপির স্থগিতকৃত বলিয়ানপুর কেন্দ্রের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী স.ম মোরশেদ আলী নির্বাচন বর্জন করেছেন। সোমবার সোয়া ১১টার দিকে তিনি সাংবাদিকদের উপস্থিতিতে এ ঘোষণা দিয়ে কেন্দ্র ত্যাগ করেন। কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান জানান, গত ২২ মার্চ প্রথম পর্যায়ের কলারোয়া কেরালকাতা ইউপির নির্বাচনে ভোট কারচুপি ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে বলিয়ানপুর কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করা হয়। স্থগিত হওয়া ওই কেন্দ্রে ভোট সংখ্যা দুই হাজার ১০৫। এদিকে, সকাল আটটায় বলিয়ানপুর কেন্দ্রে পূনঃ ভোট গ্রহন শুরু হওয়ার আগে সকাল সাতটার দিকে কেন্দ্র থেকে ৫০০ গজ দূরে চারটিট বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ভয়ভীতি উপেক্ষা করে কেন্দ্রে ভোটারদের ঢল নামে। বেলা সোয়া ১১টার দিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোরশেদ আলী বলিয়ানপুর কেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতিতে ভোট বর্জনের ঘোষণা দিয়ে তার পোলিং এজেন্টদের নিয়ে কেন্দ্র ত্যাগ করেন। মোরশেদ আলী সাংবাদিকদের জানান, ভোট গ্রহণের ঠিক আগেই তার পক্ষের ভোটাররা কেন্দ্রের কাছে জড়ো হলে বিজিবির সদস্যরা ওই এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। এতে তার ভোটাররা ভয়ে কেন্দ্র ত্যাগ করে চলে যায়। এ অবস্থায় তিনি বাধ্য হয়ে ভোট বর্জন করেছেন। বিষয়টি তিনি ভোট কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ও প্রিজাইডিং কর্মকর্তা তপন কুমার দাসকে জানিয়েছেন।প্রিজাইডিং কর্মকর্তা তপন কুমার দাস জানান, ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ও বিপুল উৎসাহে ভোট প্রদান করছে ভোটারা। কেন্দ্রের পরিবেশ নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ নেই।এদিকে স্থানীয়রা জানান, এখানে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হচ্ছে। নৌকাপ্রতীকের প্রার্থী তার স্বার্থ উদ্ধার করতে না পেরে এ ধরনের মিথ্যা অভিযোগে ভোট বর্জন করছেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ শেখ বলেন, এ ইউনিয়নের সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণ হচ্ছে। এখানে কোন পক্ষপাতিত্ব করা হচ্ছে না।