কালিগঞ্জ

কালিগঞ্জে ঋষি পল্লী পরিদর্শন করলেন এমপি জগলুল

By Daily Satkhira

January 15, 2018

কালিগঞ্জ ব্যুরো: গণমাধ্যমে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর ও বেলপুর গ্রামের সংখ্যালঘু ঋষি সম্প্রদায়ের বাস্তভিটা থেকে উচ্ছেদ, জমি দখল, চাঁদার দাবিসহ নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির সংবাদ প্রকাশিত হওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম, জগলুল হায়দার। সোমবার দুপুরে তিনি রায়পুর ও বেলপুর গ্রামের ঋষি পল্লীর সংখ্যালঘু সম্প্রদায়ের শত শত নারী ও পুরুষের সাথে কথা বলেন এবং তাদের দাবির প্রেক্ষিতে ন্যায় বিচারের আশ্বাস দেন। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিন হিন্দু সম্প্রদায়ের উপর কোন ধরনের ক্ষতি করতে পারবে না। ঘটনাটি আমি পত্রিকার পাতায় দেখে ছুটে এসেছি আপনাদের কাছে বিষয়টি শুনতে ও জানতে। ভুমিদস্যুরা যত বড় ধরণের ব্যক্তি হোক না কেন প্রশাসন কঠিন ব্যবস্থা নেবে। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডর জিএম আব্দুল হাকিম, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি সজল মুখার্জি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্বল, ইউপি সদস্য শওকাত হোসেন, হেমায়েত আলী বাবু, মুক্তিযোদ্ধার সন্তান আফছার আলী প্রমুখ।