ফিচার

বৈকারীতে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন

By Daily Satkhira

January 15, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের বলদঘাটা গ্রামে পল্লী বিদ্যুতের গ্রাম শুভ বিদ্যুতায়নের উদে¦াধন করা হয়েছে। সোমবার সকালে বৈকারী ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের বলদঘাটা গ্রামে দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্লুইচ টিপে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নতুন বিদ্যুৎ সংযোগের বিকল্প নেই। আগামী ২০১৮ সালের জুন মাসের মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে সরকারের ভর্তুকি দেওয়ার কথা উল্লেখ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকল নাগরিকদের প্রতি অনুরোধ জানান এমপি রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, ডা. মুনছুর আহমেদ, ঝাউডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের টেকনিক্যাল ডিজিএম গোবিন্দ আগর ওয়াল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. কওছার আলী প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, কুশখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা চন্দ্র দাস, রুখসানা পারভীন, দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম প্রমুখ। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি বৈকারী ইউনিয়নের বলদঘাটা গ্রামে ৩. ২৪০ কিলোমিটার লাইন নির্মাণ করে ৪৬ লক্ষ টাকা ব্যয়ে বাণিজ্যিক ০১টি, ০২টি সেচ, ০২টি দাতব্য ও ১শ’ ৮২ টি (আবাসিক) পরিবারের মাঝে এ নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।