ফিচার

সাতক্ষীরা কাটিয়া ফিডারে পূর্ব ঘোষণা ছাড়াই ২ দিনে ১৫ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন

By Daily Satkhira

January 15, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের কাটিয়া ফিডারের একটি বড় অংশে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই গত দুই দিনে ১৫ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রেখে কাজ করছেন বিদ্যুৎ বিভাগ। এর ফলে এলাকাবাসী তীব্র ভোগান্তির স্বীকার হচ্ছেন। কাটিয়া সরকারপাড়া এলাকার বাসিন্দা ফরিদ আহমেদ ময়না, তানভির আহমেদসহ একাধিক লোকজন জানান, গত রোববার ও সোমবার দুই দিনে তীব্র শীতের মধ্যে দিনের বেলায় ১৫ ঘন্টা বিদ্রুৎ বিচ্ছিন্ন থাকায় একদিকে যেমন শিক্ষার্থীদের লেখা-পড়ার ক্ষতি হচ্ছে, অন্যদিকে, এলাকাবাসীর ফিরিজে রক্ষিত বিভিন্ন হিমায়িত জিনিসপত্র নষ্ট হচ্ছে। এর ফলে দৈনন্দিন জীবনে নেমে এসেছে তীব্র ভোগান্তি। কাটিয়া এলাকার একটি বড় অংশে দিনের বেলায় মনে হচ্ছে ভুতুড়ে শহর। তারা আরো বলেন, কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুৎ বিভাগের এই একটানা বিদ্যুৎ বিচ্ছিন্ন মেনে নেয়া যায় না। এ ব্যাপারে জানার জন্য সাতক্ষীরা বিদ্যুৎ বিভাগের কাটিয়া ফিডার ইনচার্জ শফিকুল ইসলামের কাছে ফোন দিলে তিনি জানান, প্রতিদিন কাজ চলবে, তাই কি প্রতিদিন আমাদের মাইকিং করতে হবে? তিনি আরো বলেন, কলেজ রোডে মেইন সড়কের বিদ্যুতের তার পরিবর্তন করা হচ্ছে এটি শেষ হলে বিকাল ৫ টার দিকে বিদ্যুৎ আবার সচল করে দেয়া হবে। সাতক্ষীরা (ওজিপাডিকো) বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী খালিদুল ইসলাম জানান, ছোট একটি অংশে কাজ হচ্ছে বলে কোন পূর্ব ঘোষণা দেয়া হয়নি। তবে, এ ব্যাপারে বিস্তারিত তিনি কোন কিছু না জানিয়ে বিষটি এড়িয়ে গিয়ে এ ব্যাপারে জানার জন্য ফিডার ইনচার্জকে ফোন দিতে বলে তিনি তার ফোনটি কেটে দেন।