শ্যামনগর

শ্যামনগরের কৈখালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রহিম জয়ী

By Daily Satkhira

October 31, 2016

মোস্তফা কামাল-শ্যামনগর: শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের ৩ টি ¯’গিত কেন্দ্রের সোমবার নির্বাচনে স¦তন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রহিম ঘোড়া প্রতিক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ অফিসার ও রিটার্নিং অফিসার ডাঃ সঞ্জয় বিশ্বাস এ ফলাফল ঘোষণা করেন। গত ২২ মার্চ বাংলাদেশ নির্বাচন কমিশনারের ঘোষিত প্রথম ধাপের ইউপি নির্বাচনে শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নের ৩টি কেন্দ্রে ভোটের কারচুপিতে কেন্দ্র গুলোতে ভোট ¯’গিত করা হয়। কেন্দ্রগুলো হলো- ১নং পূর্ব কৈখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কৈখালী মহাজেরিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শৈলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল এই ৩টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩টি কেন্দ্রের বেসরকারি ভাবে নির্বাচিত ফলাফল ঘোড়া প্রতিক ৩ হাজার ৭শত ২টি, নৌকা ১ হাজার ৮ শত ১টি, জি.এম শাহ আলম ধানের শীষ ৫ শত ৩২টি, শাহজাহান সিরাজ মটর সাইকেল প্রতিকে ৫৮টি, শাহানারা খাতুন আনারস প্রতিকে ২১টি, সরদার আবু দাউদ মশাল প্রতিকে ১৫টি ভোট পান। এ ৩টি কেন্দ্রসহ ৯টি কেন্দ্রে সর্বমোট স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিক পান ৫ হাজার ৮ শত ৮১ টি ভোট, নৌকা প্রতিক পান ৪ হাজার ২ শত ৫০ টি ভোট, ধানের শীষ প্রতিকে পান ৩ হাজার ২ শত ৩৮ ভোট,মটর সাইকেল প্রতিকে ১৫১২টি, আনারস প্রতিকে ১০৯টি, মশাল প্রতিকে ৪৪টি ভোট পান। ১ নং ওয়ার্ড ইউ পি সদস্য মতিয়ার রহমান, ২নং ওয়ার্ডে মোহাম্মাদ আলী কাগুজী,৪ নং ওয়ার্ডে ইউ.পি সদস্য আজিজ সরদার,১,২,৩ মহিলা সদস্য সাহিদা বেগম,৪,৫,৬ মহিলা সদস্য মাজিদা খাতুন নির্বাচিত হন। উক্ত নির্বাচন শান্তিপূর্ণ ভাবে কবরার লক্ষ্যে র‌্যাব, বিজিবি, পুলিশ সার্বক্ষনিক তাদের দায়িত্ব পালন করেন। এ ছাড়া প্রতি কেন্দ্রে ১জন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সার্বক্ষনিক দায়িত্বে ছিলেন। জয়ী প্রার্থী শেখ আব্দুর রহিম কৈখালী ইউনিয়নের সকল জনসাধারনকে শান্ত থাকতে আহবান জানিয়ে সকল জনসাধারণ সহ নির্র্বাচনী কাজে দায়িত্ব প্রাপ্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।