সাতক্ষীরা

পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ে সাতক্ষীরায় সেমিনার

By Daily Satkhira

January 16, 2018

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার শীর্ষক সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোতাকাব্বীর আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি. এম আজিজুর রহমান। এসময় পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শফিউল আজম। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার একি মিত্র চাকমা, শাম্মি আক্তার, আরিফ আদনান। বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইনস্টিটিউট, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়, পলাশপোল মাধ্যমিক বিদ্যালয় ও সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার গ্রহণ করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এহতাশামুল হক, নুর আলম, নয়ন কুমার মন্ডল এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি কমিশনার দেওয়ান আকরামুল হক।