দেবহাটা

পারুলিয়ায় আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীর জয়লাভ

By Daily Satkhira

October 31, 2016

মীর খায়রুল আলম/কেএম রেজাউল করিম: দেবহাটার পারুলিয়া ইউনিয়নের স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার নির্বাচন কমিশনের সিন্ধান্ত অনুযায়ী স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা সকাল থেকে শুরু হয়ে বিকাল ৪ পর্যন্ত উৎসব মূখর পরিবেশে ভোটাধিকার প্রদান করেন। কেন্দ্রের আশেপাশে এলাকা জুড়ে কয়েক স্থরের নিরাপত্তা জোরদার থাকায় অপ্রতিকর কোন পরিস্থিতির সম্মূখিন হতে হয়নি। পারুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নির্বাচন সম্পন্ন না হওয়ায় ইউপি চেয়ারম্যান নির্ধারণ ব্যাহত হয়। অবশেষে আনুষ্ঠনিক নির্বাচনের মাধ্যমে উক্ত কেন্দ্রে ২৮১২ জন ভোট তাদের ভোটাধীকার প্রদান করেন। যার মধ্যে আওয়ামীলীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম ১২৬৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র ধানের শিষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গোলাম ফারুক বাবু ৯১৬ ভোট পেয়ে পরাজিত হয়। অপরদুই আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলাম সেজ খোকন ১০ ভোট ও চশমা প্রতীকের প্রার্থী আবু হাসান ০৪ ভোট পেয়েছেন। তবে ২২শে মার্চ নির্বাচনে পারুলিয়া ইউনিয়নে ৪ প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী গোলাম ফারুক বাবু ধানের শিষ ৬২৮৭ ভোট, আওয়ামীলীগের প্রার্থী সাইফুল ইসলাম ৫৯৮৪ ভোট পায়। বিএনপি’র প্রার্থী উক্ত ভোটে এগিয়ে থাকলেও স্থগিত কেন্দ্র ও সর্বমোট ভোটের ব্যবধানে ৪৫ ভোটে সাইফুল ইসলাম জয়লাভ করেন। অপরদিকে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসাবে সিরাজুল ইসলাম তালা প্রতীক ৯৫৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের মোরগ প্রতীক ৬৬৭ ভোট, টিউবওয়েল প্রতীকের প্রার্থী নওয়াবআলী ৫০৬ ভোট এবং কয়েকদিন আগে মারা যাওয়া প্রার্থী ইউনুস আলী ২১ ভোট পেয়েছে। একই ভাবে মহিলা সদস্য হিসাবে নারগিছ পারভীন তালগাছ প্রতীকে ১৭২৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রার্থী সাবেক ইউপি সদস্য খালেদা পারভীন সূর্যমূখিফুল প্রতীকে ১৯৪ ভোট, মাইক প্রতীকে সাহানারা ইয়াসমিন ৮১ এবং ক্যামেরা প্রতীকে মায়া বেগম ৩১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। দীর্ঘদিন বন্ধ থাকা কেন্দ্রের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সকলের মনে আনন্দের জোয়ার বয়ছে। এদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর স্থানীয় আওয়ামীলীগ সমার্থনকারীরা আনন্দ মিছিল করে। একই সাথে গ্রামের রাস্তাঘাট, বিদ্যুৎ, সুপেয় পানিসহ নানা মূখি উন্নয়ন ঘটবে এবং তাদের র্দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তবায়িত হবে মনে করছেন সকলে।