সাতক্ষীরা

পুলিশ সুপারের সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মতবিনিময়

By Daily Satkhira

January 16, 2018

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মশিউর রহমান মশু, ডেপুটি কমান্ডার আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার আহবায়ক আবু রায়হান তিতু, সদস্য সচিব লায়লা পাভীন সেঁজুতি, যুগ্ম আহবায়ক এস.এম গোলাম ফারুক, রফিকুল ইসলাম বাবলু, সদস্য শেখ আব্দুল আলিম, মো. আব্দুর রহিম, এস এম আহসানউল্লাহ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তালা উপজেলা শাখার আহবায়ক জাহিদুর রহমান লিটু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মেহেদী আলী সুজয়, মুক্তিযোদ্ধার সন্তান মিয়ারাজ মাহবুব। এসময় মুক্তিযোদ্ধাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনায় জেলার বিভিন্ন স্থানে স্মৃতি স্তম্ভ ও বধ্যভূমি সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এব্যাপারে জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান আইনগত ভাবে বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তিনি আরো বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের প্রতি অনেক আন্তরিক। মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বিভিন্ন সহায়তা প্রদান করছে। এর মূল লক্ষ্য মহান স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিবার কে বাঁচিয়ে রাখা। এজন্য মুক্তিযোদ্ধাদের সন্তানদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং জাতি গঠনে ভূমিকা রাখতে আহবান জানান।