সাতক্ষীরা

এদেশে সকল ধর্মালম্বীরা পরষ্পর শান্তিপূর্ণভাবে বসবাস করছে – – এমপি রবি

By Daily Satkhira

October 31, 2016

নিজস্ব প্রতিবেদক : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ অন্নকূট মহোৎসব শ্রী শ্রী শ্যামাকালী পূজা ও দীপাবলি ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কর্মকার পাড়া শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দিরের অধ্যক্ষ পরম পুরুষ কৃষ্ণদাস ব্রক্ষ্মচারী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বাংলাদেশে হিন্দু মুসলীম, বৈদ্য খ্রীষ্টানসহ সকল ধর্মালম্বীরা পরষ্পর মিলে মিশে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, আপনার কোন ভয় পাবেননা। এ দেশে আপনাদের জন্ম, তাই এই জন্মভূমি ছেড়ে ভারতে যাবেননা। অধিকার নিয়ে মাথা উঁচু করে বসবাস করবেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, জয় মহা প্রভু সেবক সংঘের জেলা সভাপতি বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সহ-সভাপতি গোষ্ট বিহারী মন্ডল প্রমুখ। এ সময় অসংখ্য কৃষ্ণভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক অসীম চক্রবর্তী।