মাহফুজুর রহমান তালেব : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা গত ১৬ জানুয়ারি শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। তিনি ইউনিয়ন কমপ্লেক্স ভবনের উপর লাগানো দৃষ্টিনন্দন ছাদ বাগান, ভার্মি-কম্পোস্টসহ জৈব সার প্রস্তুত প্রক্রিয়া, অর্গানিক সব্জি চাষ এবং কৃষি প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। সুন্দরবন সংলগ্ন লোনা পানিতে চিংড়ি চাষ এলাকার জনগণকে উদ্বুদ্ধ করার এ ধরনের ব্যতিক্রমী কর্মকান্ড দেখে মুগ্ধ হন। তিনি ইউনিয়ন পরিষদ এলাকা ঘুরে বিভিন্ন জাতের বৃক্ষ দেখেন এবং বলেন, সমগ্র ইউনিয়ন পরিষদ এলাকাটি এত সুন্দর পরিষ্কার-পরিছন্ন ইউনিয়ন আমি আর কোথাও দেখি নাই। তিনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলের উচ্ছ্বসিত প্রশংসা করেন। সিইসি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, সদস্য আব্দুর রউফসহ অন্যান্যদের সংগে ফটো-সেশনেও অংশ নেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, সিইসির সহধর্মীনি, নির্বাচন কমিমনের যুগ্ম সচিব মো. ফারুক হোসেন, জেলা নির্বাচন অফিসার মো.আজহার হোসেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহসিন উল মুলক, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, উপজেলা সহকারি কমিশার (ভূমি) সুজন সরকার, সহকারি পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল মান্নান প্রমুখ। এরপূর্বে তিনি গত ১৫ জানুয়ারি সাতক্ষীরা হতে সুন্দরবন সংলগ্ন ভ্রমণ স্পট আকাশ লীনাতে রাত্রী যাপন করেন। সকালে সুন্দরবন ভ্রমণ করেন এবং বরসা টুরিস্টজম-এর গেস্ট হাউজে মধ্যাহ্ন ভোজের পর যশোর বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন।