সাতক্ষীরা

সমাজ সেবায় শের-ই বাংলা স্বর্ণ পদক পেলেন বল্লী ইউপি চেয়ারম্যান

By Daily Satkhira

October 31, 2016

নিজস্ব প্রতিবেদক : শের ই-বাংলা এ.কে ফজলুল হকের ১৪৩ তম জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ অক্টোবর বিকাল ৫টায় শের ই- বাংলা এ.কে ফজলুল হক সাংস্কৃতিক জোটের আয়োজনে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে শের ই-বাংলা এ.কে ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচিব সৈয়দ মার্ত্তব মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম.নাজিম উদ্দিন আল আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শের ই-বাংলা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক আজকের বিনোদনের সম্পাদক সালাম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিঃ সচিব পীরজাদা শহিদুল হারুন, মহিলা সম্পাদক সৈয়দা নাসিমা হায়দার রউফ, ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ.এম. মেহেদী হাসান প্রমুখ। সম্মাননা অনুষ্ঠানে সমাজসমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শের-ই বাংলা এ.কে ফজলুল হক স্বর্ণ পদক ২০১৬ পেয়েছেন সদর উপজেলার ১২নং বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান। সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শের-বাংলা এ.কে ফজলুল হক স্বর্ণ পদক লাভ করায় বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ১২নং বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বজলুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক আহম্মেদ, রাম প্রসাদ বিশ্বাস, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবার আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আবতাবুজ্জামান লাল্টু, স্বেচ্ছা সেবকলীগের শেখ খায়রুল ইসলাম, ইউপি সচিব রফিকুল ইসলাম, আব্দুর রশিদ সরদার, কাদের সরদার, বজলু মুন্সী, মো. বাবলুর রহমান, ইউপি সদস্য শামসুর রহমান, রফিকুল ইসলাম রবিউল মুন্সী, চারু চন্দ্র সরকার, সাদ্দাম হোসেন, আলমগীর হোসেনসহ দলীয় ও স্থানীয়, পরিষদের সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।