ফিচার

শ্যামনগরে যুবলীগ সভাপতির বাড়িতে বিস্ফোরণ; তাজা বোমা, গুলি ও অস্ত্র উদ্ধার

By Daily Satkhira

January 17, 2018

আব্দুল আলিম: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ০৫ নং কৈখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হোসেন মোল্যার বাড়িতে বোমা বিষ্ফোরন হয়েছে। ঘটনাস্থল থেকে শ্যামনগর থানা পুলিশ ০২ টি তাজা বোমা, ০২ টি গুলি, রামদা, লাঠি ও জিআই, পাইপ উদ্ধার করেছে। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার ভোররাত্র আনুমানিক ১.০০টার দিকে কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত সাকাত মোল্যার পুত্র ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আবুল হোসেন মোল্যার বাড়িতে একটি বোমা বিষ্ফোরণ হয়। বোমা বিষ্ফোরণে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ইউনিয়ন ব্যাপী আতঙ্ক সৃষ্টি হয়। সংবাদটি শ্যামনগর থানা পুলিশকে অবগত করলে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল মান্নান ও সঙ্গীয় ফোর্স তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ০২ টি তাজা বোমা, ০২ টি গুলি, রামদা, লাঠি ও জিআই পাইপ উদ্ধার করে শ্যামনগর থানায় নিয়ে যায়। বোমা বিষ্ফোরণের পরে ০৫ নং কৈখালী ইউনিয়ন ব্যাপি জন সাধারনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, বোমা বিষ্ফোরণের কথাটি আমি সকালে শুনেছি। আমার মনে হয় ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পনা মাফিক সাজানো। সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাসানোর জন্য এমন ধরনের পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমরা ঘটনা স্থলে গিয়েছিলাম। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে কাউকে সনাক্ত করা হয়নি।”