কালিগঞ্জ

নলতা মাধ্যমিক বিদ্যালয় সুপার মার্কেটের উদ্বোধন

By Daily Satkhira

October 31, 2016

নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলাধীন নলতা মোবারকনগর বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় সুপার মার্কেট-এর উদ্বোধন করলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ. ফ. ম রুহুল হক। ৩১ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১০টায় মার্কেটের ফলক উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আব্দুল মোমিন। ফিতা কেটে মার্কেটের উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোনায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আ. ফ. ম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইন-চার্জ লস্কর জায়াদুল হক, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার শামছুর রহমান। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকন, সহ-সভাপতি মো. তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন পাড়, নলতা বাজার কমিটির সভাপতি গাজী আব্দুস সোবহান, নলতা আহ্্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ, কে বি এ কলেজের সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান মহসিন, নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল হক, নলতা কে. বি. আহ্্ছানউল্লা জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রীকুমার বসাক, ডা. রুহুল হক-এমপি’র এপিএস মো. মহিউদ্দীন খোকন, সাংবাদিক মোঃ আহাদুজ্জামান, মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবগ, ব্যবসায়ীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ আইনী লড়াই শেষে এতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়ের নামে পাওনাকৃত নলতা বাজার সংলগ্ন মূল্যবান জমিতে নবনির্মিত সুপার মার্কেট উদ্বোধন করতে পারায় আমরা সকলে আনন্দিত। অত্র মার্কেটে আয় দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে নানাবিধ কার্যক্রম সাধিত হবে বলে প্রত্যাশা রাখি। সে জন্য নলতা মাধ্যমিক বিদ্যালয়, নলতা কে. বি. আহ্্ছানউল্লা জুনিয়র হাইস্কুল, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলতা মাদ্রাসা, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যাতে মানসম্মত লেখাপড়া হয় এবং প্রতিষ্ঠানগুলি যাতে দিন দিন উন্নতির শিখরে এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে সকলের সহযোগিতা করে যাবেন বলে আমি বিশ্বাস করি। শেখ হাসিনার সরকার শিক্ষা, চিকিৎসাসহ সার্বিক বিষয়ে উন্নয়ন করে যাচ্ছে। হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করে সরকার প্রতি কেজিতে ২৫ টাকা করে ভর্তুকি দিয়ে যাচ্ছে। তাই প্রকৃত দাবিদাররা যাতে দুর্নীতিমুক্তভাবে চাল পেতে পারে সে জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। এদিকে মার্কেট উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে  ডা. আ ফ ম রুহুল হক এমপি কে নবগঠিত আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোনীত করায় নলতা কে.বি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুল ও এম.জে.এফ বিে