জাতীয়

সাড়ে ১২ বছরেই মুক্তিযোদ্ধা, পরিপত্র জারি

By Daily Satkhira

January 18, 2018

ন্যাশনাল ডেস্ক: মুক্তিযোদ্ধা বিবেচনার ন্যূনতম বয়স পুনর্র্নিধারণ করে পরিপত্র জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১৭ জানুয়ারি) মন্ত্রণালয় এ সংশোধিত পরিপত্র জারি করে। পরিপত্র অনুযায়ী এখন থেকে মুক্তিযোদ্ধা বিবেচনার বয়স ৩০ নভেম্বর ১৯৭১ সালে কমপক্ষে ১২ বছর ছয় মাস হতে হবে। উল্লেখ্য, গত বছরের ১৯ জুন জারি করা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ৭৭২ স্মারকের পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধা বিবেচনার ন্যূনতম বয়স ১৩ বছর ছিল।