সাতক্ষীরা

প্রবাসী যুবকের সাথে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

By Daily Satkhira

January 18, 2018

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী যুবকের সাথে বিবাহের আশ্বাসে প্রতারণা ও অর্থ আত্মসাথের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ১৫ জানুয়ারি সাতক্ষীরা বিজ্ঞ আমলী ১নং আদালতে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী সাতক্ষীরা সদর উপজেলার এগারআনি গ্রামের মৃত আলতাফ সরদারের ছেলে মরিসাস প্রবাসী শাহরিয়া হোসেন। যার মামলা নং- সিআর৮/২০১৮(সাত)। মামলা সূত্রে জানাগেছে, শাহরিয়া হোসেন বিগত ২০১৫ সালের ২৭ মার্চ স্টুডেন্ট ভিসা নিয়ে আফ্রিকা মহাদেশের মরিসাস দেশে যান। সেখানে গিয়ে তিনি ফলের দোকানে চাকরি নেন। সেখানে চাকুরি করাকালীন সময়ে জোড়দিয়া গ্রামে আনো নামের এক মহিলা মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করেন। ওই আনু তাই ভাইজি বিলকিস নাহারকে মরিসাস দেশে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু শাহরিয়া এতে রাজি হননি। তবে মাঝে মধ্যে ওই ভাইজির মোবাইলে কথা বলিয়েও দিতেন ফুফো আনো। একপর্যায়ে ওই ভাইজি নামক প্রতারক মহিলার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে বিভিন্ন সমস্যার কথা এবং বিবাহের আশ্বাস দিয়ে শাহরিয়ার কাছ টাকা চাইতো। শাহরিয়া সরল বিশ্বাসে ওই বিলকিসের কাছে ৩ লক্ষ ৬০ হাজার টাকা পাঠায়। টাকার নেওয়ার পর থেকে বিলকিস আরো তার সাথে যোগাযোগ করতো না। এদিকে শাহরিয়া গত ৯ নভেম্বর’১৭তারিখে দেশে ফিরে উক্ত বিলকিসের খোজ নিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু সেসময় সুচতুর বিলকিস তার বাড়িতে প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য বলেন। তার কথা মত ২৩ নভেম্বর’১৭ তারিখে শাহরিয়া বিয়ের প্রস্তাব নিয়ে তার বাড়িতে গেলে বিলকিস, রেজাউল ইসলামের ছেলে মোনায়েম তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি স্ট্যাম্পে সহি স্বাক্ষর করে নিয়ে তাড়িয়ে দেয়। এছাড়াও শাহরিয়া অনুসন্ধান করে জানতে পারেন উক্ত বিলকিসের স্বামী ও সন্তান রয়েছে। সে প্রতারকর চক্রের সদস্য। এভাবে যুবক ছেলেদের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা নিয়ে নিঃশ্ব করাই তার কাজ। তিনি উক্ত প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজ্ঞ আমলী আদালতে মামলা দায়ের করেন।