তালা

পাটকেলঘাটায় কৃত্রিম যানজটে পথচারীদের দুর্ভোগ চরমে!

By Daily Satkhira

January 18, 2018

সমীর দাশ, পাটকেলঘাটা: কৃত্রিম জানজটের কবলে পড়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছে পাটকেলঘাটা সড়কগুলো দিয়ে চলাচলকারি পথচারীরা। বুধবার ১৭ জানুয়ারি তালা উপজেলার পাটকেলঘাটা বাজার উপজেলার প্রধান বাণিজ্যকেন্দ্র কাঁচামাল থেকে শুরুকরে মুদিমাল, এককথায় মানুষের প্রয়োজনের সবকিছু পাইকারী ও খুচরা খরিদ করতে পার্শবর্তী উপজেলা থেকেও মানুষ প্রতিনিয়ত এ বাজারে আসছে, পাটকেলঘাটা প্রশাসনিক থানা এখানে। সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ এর প্রধান কার্যালয় এখানে। তালা উপজেলা ভূমি অফিস এখানে, সাতক্ষীরা-খুলনা, সাতক্ষীরা-যশোহর মহাসড়ক এ বাজারের উপর দিয়ে সার্বিক কারণে হাজার হাজার মানুষ প্রতিদিন এ সড়কগুলো ব্যবহার করে। কিন্তু অধুনিক পরিবহন ব্যাটারী ভ্যান, নছিমন, মহেন্দ্র, ট্রলি সড়কগুলোতে কৃত্রিম জানজটের কারণ হয়ে দাড়িয়েছে। বিশেষকরে বাজারের মাছ বাজার এলাকা ব্যাটারি ভ্যানের দৌরত্বে পথচারী চলাচলে নাভিশ্বাস ওঠে, ভ্যানগুলো নিজের সম্পত্তির উপর দাড়ানোর মতকরে রাস্তার উপর দাড়িয়ে থাকে প্রতিবাদ করলে বিপদ সকলে একজোট, ওদিকে ওভারব্রিজ এলাকা শুধু ব্যাটারী ভ্যান নয় তার সঙ্গে যোগ হয় নছিমন, মহেন্দ্র তাদের ধার আরও বেশী। মোটর বাইক গুলোতো ওভার ব্রিজের নীচ অংশটা দখলে নিয়ে সারি সারি দাড়িয়ে থাকে দ-খ-ল অংশ ভেবে। আর ট্রলি বাবাজী মরার উপর খাড়ার ঘা হয়ে ঘন ঘন বিভিন্ন পণ্যসামগ্রী লোড-আনলোডে অপরিকল্পিত ভাবে দাড়িয়ে থেকে যন্ত্রনা বাড়ায় কাওকে কিছুই বলার নেই বললে বিপদ। কথা গুলো নামপ্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগি পাশ্ববর্তী দোকানি ও পথচারীদের, অথচ ২০০গজের মধ্যে থানা আছে প্রতিনিয়ত থানার বিভিন্ন অফিসার ও তাদের সদস্যগণ চলাচল করছে। ভুক্তভোগিদের প্রশ্ন এটি দেখার দায়িত্ব কাদের। ও দিকে হায়ওয়ে রোডগুলো স-মিলের কাঠ ব্যাবসায়ীদের কাঠ, আর বালু বিক্রেতাদের বালুতে দখলে নিয়ে নিয়েছে যার ফলশ্রুতিতে অহরহ দুর্ঘটনা ঘটেই চলেছে। ওভার ব্রিজের ওপরের অংশ নছিমন, মহেন্দ্র, ব্যটারীভ্যান, মটরবাইক তো যার যার পজিশন নিয়ে বসে আছে। ভুক্তভোগীরা সমস্যা সমাধানে যথাযত কর্তৃপক্ষের নিকট আশু সমাধান কামনা করে দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ করেছেন।