কালিগঞ্জ

কালিগঞ্জ সাব-রেজিস্ট্র্রি অফিসের দোয়া অনুষ্ঠান

By Daily Satkhira

January 18, 2018

কালিগঞ্জ ব্যুরো : “নিবন্ধন পরিদপ্তর থেকে নিবন্ধন অধিদপ্তরের” উন্নীত হওয়ায় কালিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দেড়টায় সাব-রেজিষ্ট্রি অফিসের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাব-রেজিষ্ট্রার পার্থ প্রতীম মুখার্জ্জীর সভাপতিত্বে বর্তমান সরকারের রুপকল্প ২০২১ বাস্তবাযনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর অনুশাসনের প্রেক্ষিতে গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি অসীম কৃতজ্ঞতা এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আনিসুল হক এমপিকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়। উপজেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম আইয়ুব জুলু‘র সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি রামচন্দ্র চক্রবর্তি, সাধারণ সম্পাদক আলহাজ্ব নূর আব্দুল বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাবরেজিষ্ট্রি অফিসের অফিস সহকারী মিজানুর রহমান প্রমুখ। এসময় সাব-রেজিষ্ট্রার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ও আন্তরিকতায় নিবন্ধন পরিদপ্তরকে নিবন্ধন অধিদপ্তরে উন্নীত করা হয়েছে। এখন থেকে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে সাব-রেজিষ্ট্রি অফিসের সকল কার্যক্রম পরিচালিত হবে। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাব-রেজিষ্ট্রি অফিস জামে মসজিদের খতিব মাওলানা এমদাদুল ইসলাম।