নিবন্ধন অধিদফতরের ২৪ জন সাব-রেজিস্ট্রারকে বদলি অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে আগামী ২৮ জানুয়ারির মধ্যে বদলির আদেশের প্রজ্ঞাপন জারি করতে বলা হয়েছে।
আদেশে মো. শফিকুল আলমকে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে পিরোজপুর সদরে, মো. মিজাহারুল ইসলামকে কুড়িগ্রামের রাজারহাট থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ, মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহকে মানিকগঞ্জের ঘিওর থেকে মুন্সীগঞ্জ সদর, সালাউদ্দিন আহমেদকে মুন্সীগঞ্জ সদর থেকে চট্টগ্রামের আনোয়ারা, মো. হালিমুজ্জামানকে চট্টগ্রামের আনোয়ারা থেকে নরসিংদীর রায়পুর, হীরন্দ্র নাথ মিস্ত্রীকে পিরোজপুর সদর থেকে নড়াইল সদর, মো. মনিরুল ইসলামকে নরসিংদীর মনোহরদী থেকে গাজীপুর সদর, মো. বোরহান উদ্দিন সরকারকে টাঙ্গাইলের কালিহাতি থেকে টাঙ্গাইলের নাগরপুর, মো. তোফাজ্জল হোসেনকে টাঙ্গাইলের নাগরপুর থেকে টাঙ্গাইলের কালিহাতী, মো. আব্দুল হাফিজকে যশোরের শার্শা থেকে খুলনার রূপসী, অজয় কুমার সাহাকে খুলনার রূপসী থেকে সাতক্ষীরার কালিগঞ্জে বদলির আদেশ দেওয়া হয়।
এছাড়া জাহাঙ্গীর করিব মো.ফয়সলকে বাগেরহাট সদর থেকে পিরোজপুরের মঠবাড়িয়া, সঞ্জয় কুমার আচার্য্যকে ফেণীর মতিগঞ্জ থেকে ঝিনাইদহের শৈলকুপা, গোবিন্দ সাহাকে রাজশাহীর দূর্গাপুর থেকে মানিকগঞ্জের ঘিওর, মো. ওসমান গণি মণ্ডলকে চট্টগ্রামের বাঁশখালী থেকে নরসিংদীর মনোহরদী, মো. হায়দার আলী খানকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে কিশোরগঞ্জের কটিয়াদী, আজাহারুল ইসলামকে কিশোরগঞ্জের কটিয়াদী থেকে জামালপুর সদরে, মো. নুর-এ-আলামকে জামালপুরের মেলান্দহ থেকে মাদারীপুর সদর, মো. জাহিদুল ইসলামকে মাদারীপুর সদর থেকে গাজীপুরের কাপাসিয়া, মো. আবুল কালাম আজাদকে ঢাকার দোহার থেকে কুমিল্লার হোমনা, মো. নুরুল আমিনকে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে বাগেরহাট সদর, ওমর ফারুককে পটুয়াখালী সদর থেকে যশোরের শার্শা, আব্দুর রবকে যশোরের মনিরামপুর থেকে পটুয়াখালী সদর এবং হাফিজা হাকিম রুমাকে চট্টগ্রামের হাটহাজারী থেকে ঢাকার দোহারে বদলির আদেশ দেওয়া হয়।